শ্বশুরবাড়ির শৌচাগার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্ণপুরে শ্বশুরবাড়ির শৌচাগার থেকে কমল কিসকু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি আদিবাসী মার্কেট এলাকার সম কিসকুর ছেলে। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে কৃষ্ণপুর গ্রামে শ্বশুরবাড়িতে আসেন তিনি। সোমবার রাতে ঢাকা যাওয়ার কথা ছিল। ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। একসময় শ্বশুরবাড়ির লোকজন তার সেই ব্যাগটি বারান্দায় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে একজন শৌচাগারে খুঁজতে যান। কিন্তু দরজা বন্ধ পেয়ে সেটি ভেঙে দেখতে পান ঝুলন্ত মরদেহ।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের শ্বশুর বাপোই মার্ডি বলেন, ‘চার বছর আগে আমার মেয়ে দিপালি মার্ডির সঙ্গে প্রেম করে বিয়ে করে সে। কিন্তু এই বিয়ে কমলের পরিবার মেনে নেয়নি। সেই কষ্টেই হয়তো জামাই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার এসআই চন্দন কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কমল কিসকুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’