প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুরের চিরিরবন্দরে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে দিনাজপুরের ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দীন আহমেদ এই আদেশ দেন।

একইসঙ্গে আসামিকে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম তপন চন্দ্র রায় (৩৮)। সে পার্বতীপুর উপজেলার অসুরকোট মেম্বারপাড়া এলাকার মৃত সজিব রায়ের ছেলে।

মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তৈয়বা বেগম ও আসামিপক্ষে অ্যাডভোকেট আহমেদ মন্ডল পরিচালনা করেন।

তৈয়বা বেগম জানান, ২০১৯ সালের ১৯ মার্চ চিরিরবন্দর উপজেলার এক প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেললে তপন চন্দ্র রায় পালিয়ে যায়। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে ও মামলাটি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

তিনি আরও জানান, মামলাটি মাত্র তিন বছরের মধ্যে শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ ধর্ষণের ঘটনা আদালতে প্রমাণে সক্ষম হয়েছে। তাই বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদাণ্ডের আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।