হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিপ্রতি তিন টাকা কমেছে। একদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২২-২৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ১৯-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বাজারে পেঁয়াজের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রয়েছে। তবে বাড়তি চাহিদা ও দাম ভালো থাকায় পেঁয়াজ আমদানি বেড়েছে। দুই দিন ধরে বৃষ্টি ও বৈরি আবাহওয়ার কারণে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে। সেই সঙ্গে বৈরি আবহাওয়ায় দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের বেচাকেনা তেমন না হওয়ায় চাহিদা আগের তুলনায় কমেছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমছে। দেশি পেঁয়াজের দাম আগের চেয়ে মণপ্রতি চারশ’ থেকে পাঁচশ’ টাকা কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমদানির পরিমাণও বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। রবিবার (২৮ আগস্ট) বন্দর দিয়ে একদিনেই ২৪টি ট্রাকে ৭৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আগের দিন শনিবার ৩১টি ট্রাকে আমদানি হয়েছে ৯১৯ টন পেঁয়াজ।