নৌকাডুবিতে ২৫ জনের মরদেহ উদ্ধার, অভিযান স্থগিত

আ‌লোস্বল্পতার কার‌ণে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাম‌য়িকভা‌বে স্থগিত করা হয়েছে। র‌বিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু‌টি ডুব‌রি ইউ‌নিট।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ২৫ জনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অ‌ফিসার তুষার কা‌ন্তি রায় এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি ব‌লেন, ‘আ‌লোস্বল্পতার কার‌ণে আমরা উদ্ধার অভিযান স্থ‌গিত ক‌রে‌ছি। ত‌বে সোমবার ভোর ৫টা থে‌কে আবারও উদ্ধারকাজ শুরু হ‌বে। তখন রাজশাহী থে‌কে আগত আরও এক‌টি ডুব‌রি ইউ‌নিটসহ মোট তিন‌টি ইউ‌নিট উদ্ধার অ‌ভিযা‌নে যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে।’

সোমবা‌রের উদ্ধার অ‌ভিযা‌নের প‌রিকল্পনা সম্প‌র্কে তুষার কা‌ন্তি রায় ব‌লেন, ‘আমরা আপাতত ঘটনাস্থল থে‌কে ভা‌টির দি‌কে পাঁচ কি‌লো‌মিটার পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরুর প‌রিকল্পনা রে‌খে‌ছি। ত‌বে প‌রি‌স্থি‌তি বু‌ঝে উদ্ধার অ‌ভিযা‌নের গ‌তিপ্রকৃ‌তি ঠিক করা হ‌বে।’

Panchagar 1

এক প্রশ্নের জবা‌বে এই কর্মকর্তা ব‌লেন, ‘অতীত অ‌ভিজ্ঞতা ও নদীর প্রবাহ দে‌খে ম‌নে হ‌চ্ছে, ভুক্ত‌ভোগী‌দের কেউ দুর্ঘটনাস্থ‌লে নেই। তারপরও প্রত্যেক ভুক্ত‌ভোগী‌কে উদ্ধা‌রে আমা‌দের চেষ্টা অব্যাহত থাক‌বে।’

দুর্ঘটনাকব‌লিত নৌকা উদ্ধার করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে তিনি জানান, স্থানীয়‌দের সহ‌যোগিতায় র‌বিবার বিকা‌লে নৌকা‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। ত‌বে উদ্ধার হওয়া নৌকায় ভুক্ত‌ভোগী কোনও যাত্রী পাওয়া যায়‌নি।

এদিকে নৌকাডুবির ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, এখনো অ‌নে‌কে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশু, নারীসহ ২৫ জনের লাশ উদ্ধার হয়। বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপর পাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। ওই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন শ্যালো মেশিনচালিত একটি নৌকাযোগে মন্দিরে যাচ্ছিল। নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।