রাষ্ট্র আর প্রশাসন ঝুঁকির মধ্যে পড়ে গেছে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা মনে করি, বিএনপি ও জামায়াত চক্র দেশকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। সে কারণে এ মুহূর্তে জনগণ ও রাষ্ট্র চারটি বিপদের মুখে আছে। রাষ্ট্র আর প্রশাসন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। জামায়াত ও তালেবানরা তাদের মিত্র বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার তৈরি করার পাঁয়তারা করেছে। অন্যদিকে, জনগণের দুর্ভোগ তৈরি করে বাজার সিন্ডিকেট তৈরি করেছে রাষ্ট্রীয় সম্পদ লুটকারী চাটার দল আর গুণ্ডাবাজরা।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল প্রাঙ্গণে জাসদ রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘এ অবস্থা থেকে দেশকে যদি রক্ষা করতে হয় এবং দেশে স্থায়ী শান্তির জন্য রাজাকার তালেবান ও তাদের মিত্র বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। আর বুলডোজার দিয়ে লুটপাটকারীদের, বাজার সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। এসব সিন্ডিকেট ধ্বংস করতে বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখার কোনও বিকল্প নেই। এ জন্য জাসদ দলকে সংগঠিত করছে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত চক্রের কাছে নির্বাচন, গণতন্ত্র কোনও সমস্যা নয়। তারা এই মুহূর্তে দেশে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েম করার চক্রান্ত করছে- এটা পরিষ্কার ষড়যন্ত্র। দেশে কোনও অস্বাভাবিক, রাজাকার সমর্থিত সরকার আসতে চাইলে যেকোনও মূল্যে প্রতিহত করবো এবং হতে দেবো না।’

জাসদ সভাপতি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগসহ ১৪ দল জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। জোট নেত্রী শেখ হাসিনা দুই দুই বার প্রকাশ্যেই এই ঘোষণা দিয়েছেন। ঐক্যবদ্ধ নির্বাচনই বাংলাদেশকে এবং রাষ্ট্রকে ঝুঁকি ও বিপদমুক্ত করতে পারে।’

প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের আট জেলা থেকে শত শত নেতাকর্মী যোগ দেন। জাসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. একরামুল হক স্বপনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাংগঠনিক সম্পাদক কুমারেশ চন্দ্র রায়, রংপুর মহানগর জাসদ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুখ আহামেদ প্রমুখ।