পূজামণ্ডপ ঘুরে দেখলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম

লালমনিরহাটের বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করচেন সংশ্লিষ্টরা। উৎসবমুখর এই অবস্থা দেখতে জেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারীসহ তার সফর সঙ্গীরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হেলিকপ্টারযোগে তিনি এবং তার সঙ্গীরা লালমনিরহাটে পৌঁছান।

দুপুরে মেঘনা অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টারে করে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে এসে পৌঁছান নেপালী রাষ্ট্রদূত। সেখানে জেলা প্রশাসক মো. আবু জাফর, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পর রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা জেলা শহরের কাচারী মন্দির, দেব মন্দির, গোশালা সোসাইটির মণ্ডপে গিয়ে ভক্তি শ্রদ্ধা জানান ও পূজার আয়োজন ঘুরে দেখেন। এছাড়া রাষ্ট্রদূত জেলার চেম্বার অব কমার্স কার্যালয়ে গিয়ে সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সর্বশেষে সার্কিট হাউজে এসে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। 

পরে বিকালে দেব মন্দিরে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।