বৃষ্টি দেখে টিনের ঘরে আশ্রয়, বজ্রাঘাতে প্রাণ গেলো ৫ জনের

রংপুরের পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রাঘাতে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন ইটভাটার শ্রমিক ও একজন কৃষক। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার চক সোলাগাড়ি এলাকার বিইবি নামের ইটভাটায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। পরে সেখানে থাকা একটি টিনশেড ঘরে আশ্রয় নেন চার শ্রমিকসহ ঘাস কাটতে আসা এক কৃষক। এ সময় হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান চার শ্রমিক। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা কৃষকেরও মৃত্যু হয়। 

মারা শ্রমিক ও কৃষক হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২) রশিদুল ইসলাম (২৮) ও পলাশবাড়ী উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের কৃষক আব্দুল জলিল মিয়া (৬০)। 

পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল পাঁচ জনেরর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার এসআই নুর আলম জানান, মৃতদের লাশ স্বজনরা নিয়ে গেছেন।