আরিফের হাত ধরে বাংলাদেশে এলো স্বর্ণপদক

আবুধাবিতে চলমান বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা-২০২২ এ অংশ নিয়ে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছেন কুড়িগ্রামের তরুণ অ্যাথলেট মো. আরিফুর রহমান সুমন। তিনি বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন। 

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান ও অ্যাথলেট আরিফুর রহমান সুমন নিজে এ তথ্য জানিয়েছেন।

আরিফ কুড়িগ্রাম শহরের সবুজপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন-আসমা বেগম দম্পতির ছেলে। তিনি কুড়িগ্রামের একমাত্র সক্রিয় জুজুৎসু খেলোয়ার বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান।

আবুধাবিতে বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় অংশ নিতে সেখানে অবস্থানরত আরিফুর রহমান সুমনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা হয় এই প্রতিবেদকের। এ সময় আরিফ জানান, বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা-২০২২-এ এখন পর্যন্ত বাংলাদেশ তিনটি পদক পেয়েছে। এর মধ্যে তিনি একটি স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছেন। অপর স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশের তরুণী লিপি।

কুড়িগ্রামের সন্তান এই অ্যাথলেট বলেন, ‘শনিবার ফাইটিং সিস্টেম ৬৯ কেজি মাস্টার ক্যাটাগরিতে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক লাভ করি। রবিবার ৫৯ কেজি ক্যাটাগরিতে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছি।’

আরিফ বলেন, ‘এটা অনেক আনন্দের যে আমি দেশের হয়ে পদক অর্জন করতে পেরেছি। বিজয় লাভের পর যখন বাংলাদেশের পতাকার পাশে আমার নাম ভেসে উঠেছে তখন আনন্দে চোখে পানি চলে এসেছে। এই আনন্দ বোঝানোর মতো নয়।’

তাকে জাতীয় দলে সুযোগ দেওয়ায় বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন ও কুড়িগ্রামের সব স্তরের শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তরুণ এই অ্যাথলেট।