চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

চাকরি জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন জেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা।

পরে একই দাবিতে শহরের প্রধান সড়কে মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ইউনিয়ন পরিষদ পর্যায়ে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এ বাহিনীর সদস্যরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব এন এ নাছির, জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান মধু, সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমুখ।

gram-police1

বক্তারা বলেন, ১৯৭৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক জারি করা আদেশমূলে জাতীয়করণের পরিপত্রটি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় প্রেরণ করা হলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি। আমরা এই পরিপত্রের বাস্তবায়ন চাই।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশকে ২৪ ঘণ্টায় ৭০ প্রকারের কাজ করতে হয়। সাত হাজার টাকার বেতনভাতার অর্ধেক আসে সরকারি অংশ থেকে বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়ার কথা থাকলেও সেই টাকা বছরের পর বছর বকেয়া থাকে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সংসার পরিচালনা করা ও সন্তানদের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছেন গ্রাম পুলিশ সদস্যরা। চলমান অসহায় অবস্থা বিবেচনা করে অবিলম্বে চাকরি জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধি করা হোক। এতে করে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বাঁচবে।