রসিক নির্বাচন: বৃহস্পতিবার থেকে বন্ধ হলো মিছিল-সমাবেশ

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে সব ধরনের মিছিল-সমাবেশ ও শোডাউন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মতিন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। 

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সিটি করপোরেশন এলাকায় প্রার্থী বা তাদের সমর্থকদের লাগানো পোস্টার ব্যানার, ফেস্টুনসহ সব প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে। একইসঙ্গে আজ থেকে নির্বাচনের আগ পর্যন্ত সিটি এলাকায় সব ধরনের মিছিল-শোডাউন ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে প্রার্থী ও সমর্থকরা ঘরোয়া বৈঠক ও ভোটারের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং প্রচারণা চালাতে পারবেন।

এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনও ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় শাস্তি ভোগ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩৩টি ওয়ার্ডে ১১ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হবে। একইসঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। তবে গোপন কক্ষে কোওন সিসি টিভি থাকবে না। এছাড়া প্রতিটি কেন্দ্রের সিসি টিভির সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয় সংযুক্ত থাকবে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহার ৮ ডিসেম্বর , ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।