বেলা ১২টায় তিশ শতাধিক কৃষক-ক্ষেতমজুর বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রূপারবাজারে অবস্থিত ঘাগোয়া ইউপি কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান গ্রহণ করেন।
এ সময় ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক নেতা ছাদেকুল ইসলাম, সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান দুদু, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়ন নেতা শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের ফসলের লাভজনক দাম, ক্ষেতমজুরদের সারা বছরের কাজের গ্যারান্টি ও পল্লী রেশন প্রদান, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ এবং পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানান।
/এমপি/