শোভাযাত্রা করে সমর্থকরা বললেন ‘বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জেন্টিনা স্লোগানে দিনাজপুরের হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকরা।

রবিবার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। হিলি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে বিকাল ৪টায় হিলি বাজারের খাদ্যগুদাম চত্বর থেকে র‌্যালি নিয়ে মিছিল বের করেন সমর্থকরা।

হিলি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রিয়দলের জার্সি পরে পতাকা হাতে বাশি ও ভুভুজেলা বাজিয়ে সমর্থকরা খাদ্যগুদাম চত্বরে হাজির হন। পরে আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রাসহ স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আর্জন্টিনার সমর্থক মুন্না হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ফাইনাল খেলা। এই খেলায় আমাদের প্রিয়দল আর্জেন্টিনা জিতবে—ইনশাআল্লাহ। আমরা চাই, যেহেতু এটি মেসির শেষ বিশ্বকাপ, তাই তার হাতেই উঠুক এবারের বিশ্বকাপ।’

হিলি বাজারের খাদ্যগুদাম চত্বর থেকে র‌্যালি নিয়ে মিছিল বের করেন সমর্থকরা

অপর সমর্থক মাহিদুল ইসলাম বলেন, ‘এর আগেও প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ জয়ী হয়েছিল আর্জেন্টিনা। এবারও প্রথম ম্যাচে হেরেছিল। কাজেই এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।’

আরেক সমর্থক হিলি বাজারের বাসিন্দা এনামুল হক বলেন, ‘বিশ্বে ক্লাসিক ফুটবল দল আর্জেন্টিনা। যাদের খেলার মধ্যে কোনও মারামারি নেই। নান্দনিক ফুটবল খেলে তারা। আমাদের দলনায়ক মেসির যেহেতু শেষ বিশ্বকাপ, তাই আশা করছি এবার বিশ্বকাপ ঘরে জিতুক আর্জেন্টিনা।’