নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ট্রলির ধাক্কা, নিহত ১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অটোরিকশায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় লুৎফর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন। 

বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লুৎফর রহমান দুর্ঘটনাকবলিত ট্রলিচালকের সহকারী। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা সেতু এলাকায় আলুবোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ট্রলিচালকের সহকারী লুৎফর। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলি ও অটোরিকশা থানায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।