রাতে অটোরিকশা কিনতে গেলেন, ভোরে মিললো গলাকাটা লাশ

কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সড়কের পাশের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

নিহত রফিকুল ইসলাম (৩৫) তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান।

এলাকাবাসী জানায়, শুক্রবার ভোররাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক ব্যক্তি সড়কের পাশে বাঁশঝাড়ে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে রফিকুলের লাশ শনাক্ত করে। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

রফিকুলের স্ত্রী লাইজু বেগম জানান, পুরাতন অটোরিকশা বিক্রির টাকা ও এনজিও থেকে নেওয়া ঋণসহ লক্ষাধিক টাকা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন অটোরিকশা কিনতে বাড়ি থেকে বের হন রফিকুল। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

লাইজু বেগম বলেন, ‘স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার জন্য কেউ হত্যা করেছে। আমার ও আমার দুই সন্তানের কি হবে? হত্যার বিচার চাই।’

এদিকে, রফিকুলের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় জানাননি তিনি।

রফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানালেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যার কারণ উদঘাটনসহ হত্যাকারীকে শনাক্ত ও গ্রেফতার করতে পারবো।’