মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে দুজনের প্রাণ কেড়ে নিলো ট্রাক

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পাশের একটি ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের ওপরে উঠতে গেলেই পেছন থেকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। 

পরে প্রশাসনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের আসাদুজ্জামান (৪০) ও রাশেদুল ইসলাম (৩০) বলে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সারওয়ার হোসাইন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে চালক ও তার সহযোগী।

এ বিষয়ে সদর থানার ওসি কামাল হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।