ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পাশের একটি ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের ওপরে উঠতে গেলেই পেছন থেকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
পরে প্রশাসনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের আসাদুজ্জামান (৪০) ও রাশেদুল ইসলাম (৩০) বলে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সারওয়ার হোসাইন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে চালক ও তার সহযোগী।
এ বিষয়ে সদর থানার ওসি কামাল হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।