মালিকের ১০ লাখ টাকা নিয়ে উধাও বেকারির ম্যানেজার

নীলফামারীর পৌর মার্কেটের সামনে জামান আর্কেড শপিং কমপ্লেক্সের আশা বেকারির ম্যানেজার মো. আনিছুর রহমানের (৪৮) বিরুদ্ধে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধনতলা পশ্চিম বিড়াবাড়ি এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় বেকারির স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, মো. আনিছুর রহমান আশা বেকারিতে প্রায় দুই বছর ধরে ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি মালিকের কাছে বিশ্বস্ততা অর্জন করেছেন। এই সুযোগে দোকানে বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করতে থাকেন। বেকারির মালিক আশরাফুল ইসলাম গত ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দোকানের হিসাব চাইলে হিসাব দিতে অপারগতা প্রকাশ করেন ম্যানেজার। পর দিন শনিবার আনুমানিক দুপুরের দিকে দোকানের ক্যাশে থাকা দুই লাখ টাকা চুরি করে এবং নিজ নামে বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মানুষের কাছ থেকে টাকা ধার করে পালিয়ে যান।

মালিক আশরাফুল ইসলাম দাবি করেন, সরল বিশ্বাসে তার কাছে ব্যবসার দায়িত্ব প্রদান করি এবং আমার সৈয়দপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সব কার্যক্রম পরিচালনা করে থাকে। দুর্বলতার সুযোগ নিয়ে দোকানের মালামাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। এ ছাড়াও আমার অজান্তে স্থানীয় এনজিও থেকে নিজ নামে মিথ্যা কাগজ দেখিয়ে লাখ লাখ টাকা ঋণ নিয়েছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।