মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো শিক্ষিকার

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু আনসার মোহাম্মদ রেজাউল করিম শামীম জানান, ওই শিক্ষিকা বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামে। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা অতুল চন্দ্র রায় নামে একজনের মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে ওই শিক্ষিকা পাকা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষিকা। পরে স্থানীয়রা তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় ট্রাক্টরের চাপায় ওই শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সেখানে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।