অটোচালক হত্যা: সু‌মি ও সৌর‌ভ রিমান্ডে

কুড়িগ্রামের রৌমারী‌তে অটোরিকশাচালক সুমন মিয়া (২১) হত্যা মামলায় গ্রেফতার নিহতের স্ত্রী সোমা আক্তার সু‌মি (১৯) ও তার সহ‌যোগী আকরামুল হক সৌরভ‌ের (১৭) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সুমন আলি এ আদেশ দেন।

এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের নিজ ঘরের বিছানায় অটোচালক সুমনের লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। রাত আড়াইটার দিকে নিহতের স্ত্রী সুমি নিজে তার শ্বশুর-শাশুড়িকে ডেকে নিয়ে গিয়ে স্বামীর নিথর দেহ দেখান। সুমনের গলায় শ্বাস রোধ করার চিহ্ন পাওয়া যায়।

নিহতের পরিবারের অভি‌যোগ, পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের জে‌রে প্রেমিককে সঙ্গে নি‌য়ে এই হত্যা করেছেন সু‌মি। অস্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড সন্দেহ ক‌রে তাকে গ্রেফতার ক‌রে পুলিশ। প‌রে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সহ‌যোগী আকরামুল হক সৌরভকে গ্রেফতার করে। তবে সৌরভ ওই নারীর প্রেমিক কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত ক‌রে‌ বলেন, গ্রেফতার সু‌মি ও সৌরভ‌কে দুদিনের রিমান্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তা‌দের আদালতে পাঠা‌নো হবে।

দুই আসামির মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা প্রশ্ন করা হলে ওসি বলেন, তা‌দের জিজ্ঞাসাবাদ শেষে বিষয়‌টি নিশ্চিত হওয়া যাবে।