চুরি হওয়া অন্তঃসত্ত্বা ছাগল জবাই করে মাংস বিক্রি, কারাগারে কসাই

দিনাজপুরের বোচাগঞ্জে চুরি হওয়া অন্তঃসত্ত্বা ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাইকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে শুভ (২২) নামে ওই কসাইকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে উপজেলার সেতাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল।

ছাগলটির মালিক তরিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে বাড়ির পাশের মাঠে অন্তঃসত্ত্বা ছাগলটি বেঁধে রাখি। দুপুরে ছাগলটিকে আনতে গেলে শুধু দড়ি দেখতে পাই। শনিবার সকালে সেতাবগঞ্জ বাজারে ছাগলটি খুঁজতে যাই। সেখানে গিয়ে দেখি ছাগলটির গলায় ছুরি চালিয়ে দিয়েছেন কসাই।’  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল বলেন, ‘সকালে জহুরুল ইসলাম নামে এক মাংস বিক্রেতা ওই ছাগলটি জবাই করেন। এ সময় ছাগলের পেটে দুটি বাচ্চা দেখতে পান বাজারের লোকজন। পরে মাংস বিক্রি শুরু হলে বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানান তারা। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানের মালিক জহুরুল ইসলাম পালিয়ে যান। পরে তার সহযোগী কসাই শুভকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এর আগেও জহুরুল ইসলাম এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে বাজার কমিটি। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’