কুড়িগ্রামের রাজারহাটে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মমিন মৌজার আলসিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো মাহাদী হাসান (৬) ও ফারাবী হাসান (৬)। তারা চাচাতো ভাই। তাদের বাবার নাম যথাক্রমে সোলায়মান আল ফারুক সোহাগ ও ফারুক সরকার সাজু।
স্থানীয়দের বরাতে নাজিমখাঁন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী জানান, মঙ্গলবার সকালের পর মাহাদী ও ফারাদী খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধান করতে থাকে। এক পর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই শিশুর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।