বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী নিখোঁজ, থানায় জিডি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসা নিতে রংপুরে ছেলের বাসায় গিয়ে গত ১০ জুন তিনি নিখোঁজ হন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। রংপুর কোতোয়ালি থানার ওসি সুশান্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। ১০ জুন বিকাল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারে গিয়ে আর ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তার সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। 

জিডিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন। গত ১০ জুন থেকে নিখোঁজ রয়েছেন।

মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য বাবাকে রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও না পাওয়ায় থানায় জিডি করেছি। এ অবস্থায় সবার সহযোগিতা চাই।’ 

এই মুক্তিযোদ্ধার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা (০১৭৬৪৩৪২৬১১-০১৮৫৬৪৩০৯৮৭) কিংবা (০১৭৭৩১০৭৮০৭) মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানান দেলওয়ার।

ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‌‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতোমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করছি, দ্রুত সময়ে তার সন্ধান পাওয়া যাবে।’