জমানো টাকা কেড়ে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিলেন দুই ছেলে

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় মায়ের ওপর ক্ষুদ্ধ হন দুই ছেলে। এরপর চলতো মানসিক নির্যাতন। এতে সহায়তা করতেন দুই পুত্রবধূ। কিন্তু এতেই তারা থেমে থাকেননি। বৃদ্ধা মায়ের জমানো এক লাখ ৪০ হাজার টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন দুই ছেলে। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী মায়ের পাশে দাঁড়ায়। তার অভিযোগের ভিত্তিতে দুই ছেলে ও পুত্রবধূদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (১৪ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছালেহা বেগম (৭৪) বাদী হয়ে তার দুই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে ভরণপোষণ আইনে মামলা করেন। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ছালেহা বেগমের ছেলে জাবেদ আলী ও সাদেক আলী এবং পুত্রবধূ জেসমিন বেগম ও স্বপ্না বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মনতাজ উদ্দিন মারা যাওয়ার পর ছালেহা বেগম তার একটি জমি মেয়েদের নামে লিখে দেন। এ কারণে দুই ছেলে ও তাদের স্ত্রী মিলে ছালেহা বেগমকে নানা রকম নির্যাতন করতে থাকেন। ছেলেদের জমি না দেওয়ায় মা হিসেবে কোনও অধিকার ও সম্মান পাচ্ছিলেন না। সর্বশেষ দুই ছেলে ও পুত্রবধূরা মিলে সালেহা বেগমের জমানো এক লাখ ৪০ হাজার টাকা কেড়ে নেন। এরপর বুধবার তাকে বাড়ি থেকে বেড় করে দেন। উপায় না পেয়ে সালেহা বেগম পুলিশের দ্বারস্থ হন। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ছেলে ও পুত্রবধূদের গ্রেফতার করে পুলিশ।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ওই পরিবারে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। ছেলেরা এজন্য সালেহা বেগমের ওপর ক্ষুব্ধ ছিল।’

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‌‌‌‘ভুক্তভোগী মা বাদী হয়ে পিতা-মাতার ভরণপোষণ আইনে মামলা করেছেন। পরে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’