সরকারি গোডাউন থেকে পাচারের সময় ৫০০ বস্তা সার উদ্ধার

দিনাজপুরে সরকারি গোডাউন থেকে পাচারের সময় ৫০০ বস্তা সার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাচারে জড়িত সাদেকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে এসব সার পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। 

রবিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় গ্রেফতার সাদেকুল ইসলামকে হাজির করা হয়। সাদেকুল বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত শামীম নামে আরও একজন পলাতক রয়েছেন। তাদের দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় সাদেকুলকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‌‘শনিবার দুপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পুলহাট শাখার সার গোডাউন থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার পাচারের বিষয়টি জানতে পারে ডিবি পুলিশ। বিকাল সোয়া ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে ৫০০ বস্তা সারসহ সাদেকুলকে গ্রেফতার করা হয়। এ সময় সাদেকুলের সঙ্গে থাকা শামীম পালিয়ে যান। রবিবার বিকালে সাদেকুলের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

সরকারি সার পাচারের ঘটনায় আরও কয়েকজন জড়িত উল্লেখ করে আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘কীভাবে এসব সার গোডাউন থেকে বের হলো, কোথায় যাচ্ছিল, এসব তদন্ত করে উদঘাটন করা হবে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, সরকারকে বেকায়দায় ফেলতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে এসব সার পাচার করা হচ্ছিল। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’