রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ নতুন ইতিহাস সৃষ্টি করবে: তথ্যমন্ত্রী

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশস্থল হলেও মানুষের ঢল নগরীর ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যাবে। নিঃসন্দেহে বলা যায়, এই মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। এটি হবে স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মহাসমাবেশ ঘিরে মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া, উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি, এতে প্রমাণিত হয় প্রধানমন্ত্রীর জনসভা প্রকৃতপক্ষে জনসমুদ্রে রূপান্তরিত হবে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য মানুষের মাঝে অকল্পনীয় উৎসাহ-উদ্দীপনা দেখছি। যদিও আমরা মাঠে জনসভার স্থান দিয়েছি। তবে প্রকৃতপক্ষে পুরো রংপুর শহরই জনসভার স্থলে পরিণত হবে। সেভাবেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রংপুর নগরীর আর কে রোড এলাকায় বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র প্রকল্পস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপি সন্ত্রাসী সংগঠন, তা আবারও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘ইতোপূর্বে বিএনপির কয়েকজন সদস্য যখন কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, তখন কানাডার আদালত তাদের রায়ে বলেছিলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত করতে চাইছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, গাড়ি পোড়াচ্ছে, মানুষ পোড়াচ্ছে। এরপর আবার কয়েক দিন আগে বিএনপির আরেকজন সদস্য সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং সেক্ষেত্রে কানাডার ফেডারেল আদালত আবার একই রায় দিয়েছেন যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। সুতরাং তাদের আর রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না এবং এই মর্মে তার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এ জন্য বিএনপির লজ্জা থাকা উচিত যে কানাডার আদালত পঞ্চমবারের মতো তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলো।’

বুধবার (২ আগস্ট) রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী। জেলা স্কুলের মাঠে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র প্রকল্পস্থল পরিদর্শন শেষে দলীয় নেতাদের সঙ্গে সমাবেশস্থলে যান তথ্যমন্ত্রী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।