লালমনিরহাটের কালীগঞ্জে আব্দুল মান্নান নামের এক কৃষকের ২০ শতাংশ জমির ৮০০ পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের জমিতে ২০ শতাংশ জমিতে পটল চাষ করেছিলেন। ফলনও আশানুরূপ হচ্ছিলো। বিক্রি করে সংসার চালাতেন। মান্নানের কোনও শত্রু ছিল না। কোনও মাদকসেবী এমন ঘটনা ঘটাতে পারে।
কৃষক আব্দুল মান্নান বলেন, সন্তানের মতোই ক্ষেতের যত্ন নিতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বিক্রি শুরু করেছি। ৮০০ গাছ ছিল। গাছে নয় যেন আমার গলায় ছুরি চালিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।