মুরগির খামারে বিড়াল তাড়ানোর ফাঁদে প্রাণ গেলো যুবকের

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়াল তাড়ানোর জন্য পাতানো ফাঁদে সালমান ফারসি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে ঘটনাটি ঘটে। ওই যুবক সে গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিজ বাড়ির পাশেই মুরগির খামারে যান সালমান। এ সময় খামারের মুরগি বিড়ালের হাত থেকে রক্ষা করতে চারপাশে ফাঁদ হিসেবে দেওয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। কিছু সময় পর তার মা খামারে গেলে ছেলেকে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালমানের মা সাহেরা খাতুন বলেন, খামারে গিয়ে দেখি আমার ছেলে পড়ে আছে। বুকে নিয়ে দেখি ছেলে আমার একেবারে নিস্তেজ। বিদ্যুতের শক আমার ছেলেকে কেড়ে নিলো।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছি। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।