মির্জা ফখরুলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করায় যুবকের বিরুদ্ধে মামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করায় এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার ডাগার আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।

মামলার আসামি মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে মির্জা ফখরুল বিদেশ ভ্রমণে গেছেন- এমন স্ট্যাটাস দেন ওই যুবক। তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা জীবন সুনাম ও স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে গেছেন। বিএনপির আমলে প্রতিমন্ত্রী থাকাকালেও তার বিরুদ্ধে কোনও দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ পাওয়া যায়নি। এরকম একজন স্বনামধন্য রাজনীতিবিদের বিরুদ্ধে সরকারি মদতে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করে যে মানহানিকর অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে করা হয়েছে তারই আইনগত ব্যবস্থা হিসেবে এই ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

তিনি জানান, ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা দায়ের করলে মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বিচারক।