মিছিল নিয়ে নাশকতা চালানোর চেষ্টা, জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মিছিল নিয়ে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর পৌর শহরের পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে উঠলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জামায়াত নেতা উপজেলার চিরিরপাড় বুজুরুকগংগাপুর এলাকার আব্দুল মান্নান (৬৫), শ্যামনগর এলাকার মোজাফ্ফর রহমান (৭৩), জোতমাধব এলাকার জামিল হোসেন (৩৫), পার্বতীপুরের লালবিলাস এলাকার জিয়াউর রহমান (৩৭), বিরামপুরের খিয়ারমামুদপুর এলাকার নুরুজ্জামান (৪০), জামায়াত কর্মী মাধুপুর এলাকার ওমর ফারুক (৩২), পার্বতীপুর এলাকার হাবিবুর রহমান (১৮), মুকুন্দপুর এলাকার আনোয়ার হোসেন (৪০), রফিকুল ইসলাম (৫৫), বুজরুগঙ্গার আক্কাস আলী (৩২), ফুলবাড়ী উপজেলার হরিপুর এলাকার ইসমাইল হোসেন (৩২), বিরামপুর পূর্ব জগন্নাথপুরের শামসুদ্দিন আহমেদ (৫৫), কলেজপাড়ার আনোয়ার হোসেন (৫৫), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্দার নাঈম ইসলাম (১৮), টাটকপুর এলাকার সাজ্জাদুর রহমান (৩২) ও চাঁদপুর এলাকার তোতা মিয়া (৬৭)।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মসজিদ থেকে ৮০ থেকে ১০০ জন জামায়াত নেতাকর্মী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে যান তারা। সেখানে যানবাহন চলাচল বাধাগ্রস্ত করে নাশকতা সৃষ্টির চেষ্টায় চালান। এ সময় জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘শহরে মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’