হিলির বাজারে কাটিমন আম, দাম কত?

দেশীয় আমের মৌসুম শেষ হয়ে গেছে। নতুন আমের জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দিনাজপুরের হিলির বাজারে ইতোমধ্যেই উঠে গেছে অসময়ের কাটিমন আম। দেখতে সুন্দর আকারে বেশ বড় ও সুস্বাদু ফলটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। অসময়ের এই ফলের স্বাদ গ্রহণে কেউ কেউ কিনছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে হিলি বাজারের একটি দোকানে ফলটি দেখা গেছে।

ফল কিনতে আসা মাহবুব আলম বলেন, বাজারে পরিবারের জন্য ফল কিনতে এসে আম দেখতে পেলাম। আকারে বেশ বড়, দেখতেও বেশ সুন্দর। আবার নাকি খুব মিষ্টি যার কারণে শুনেই কেনার ইচ্ছা হলো। তবে দামটা অনেক বেশি ২৬০ টাকা কেজি। এরপরও অল্প পরিমাণে কিনেছি।

অপর ক্রেতা নূরে আলম বলেন, বাজারে আজকেই প্রথম অসময়ের আম দেখলাম। দাম দেখা কেনার ইচ্ছা হারিয়ে গেছে।

ফল বিক্রেতা নেপাল চন্দ্র বলেন বলেন, নওগাঁর সাপাহারে কাটিমন জাতের আম চাষ শুরু হয়েছে। ইতোমধ্যেই সেই বাগানে আম আসছে। গতকাল আমি সেই বাগান থেকে কিছু আম এনেছি। বাগান থেকে ২০০ টাকা কেজি দরে নিয়েছি। এর সঙ্গে পরিবহন খরচ, এর উপর শর্টেজসহ আমে দাগ বা নষ্ট হওয়া রয়েছে। সবকিছু হিসেব করে আমি কেজি ২৬০ টাকা দরে বিক্রি করছি। আনার পর গতকালই অর্ধেক বিক্রি হয়ে গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, কেউ যেন কোনও পণ্যের দাম অহেতুক বাড়াতে না পারে সে জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে নিয়মিত বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যাদের দোষ পাওয়া যাচ্ছে তাদেরকেই জরিমানা করা হচ্ছে।