আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিরোধী দলের নেতাদের উল্লসিত হওয়ার কিছু নেই। এতে বড় বিপদে পড়বে বিরোধী দলের নেতারাই। কারণ তারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে।’
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, ‘ভিসানীতি আমাদের নাগরিকদের জন্য নয়, ভোটারদের জন্যও নয়। যারা অব্যাহতভাবে দুর্নীতি করে তাদের জন্য। আর এতে সরকারবিরোধীরাই বেকায়দায় পড়বে। কারণ তাদের কোনও জনসমর্থন নেই। তারা জ্বালাও-পোড়াও করে, ভাড়াটে লোক দিয়ে আগুন-সন্ত্রাস করে, গুজব ছড়ায় এবং মানুষকে হত্যার ষড়যন্ত্র করে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোটে জয়লাভ করতে পারবে না। এবারের ভোটেও আমরা তা প্রমাণ করে দেবো—ইনশাআল্লাহ।’ আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রত্যেক জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন সম্পর্কে কবির বিন আনোয়ার বলেন, ‘৭৮টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে ৪১টি জেলা কার্যালয়ে এ পর্যন্ত স্মার্ট কর্নার খোলা হয়েছে। এখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা সরকারের উন্নয়ন কর্মসূচি ছাড়াও গুজব প্রতিরোধসহ নানা বিষয়ে অনলাইনভিত্তিক প্রচারণা চালাতে পারেন।’
স্মার্ট কর্নার উদ্বোধন শেষে কবির বিন আনোয়ার জেলা পরিষদ হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু প্রমুখ।