বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী চিন্তা থেকে বিজ্ঞানের ওপর জোর দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয় মানেই হলো জ্ঞানচর্চার পাশাপাশি জ্ঞানের সৃষ্টি হবে অর্থাৎ গবেষণা হবে। দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এক্ষেত্রে গবেষণার বিকল্প নেই। সেই গবেষণার জন্য বঙ্গবন্ধুকন্যার সরকার বরাদ্দ দিচ্ছে। আমি আশা করি, সেগুলোকে আপনারা ভালোভাবে কাজে লাগাচ্ছেন।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের আয়োজনে তিন দিনব্যাপী ‘তৃতীয় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৩ এবং গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা-কর্ম আরও অনেক দূর এগিয়ে যাক। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরও বাড়াতে হবে।’

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো’ কৃষিবিজ্ঞানী অধ্যাপক আফজাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক ড. এসএম হারুন উর রশিদ ও সহযোগী পরিচালক মো. সুলতান মাহমুদ।

উপাচার্য ড. এম. কামরুজ্জামান বলেন, ‘একটি দেশকে উন্নত করার ক্ষেত্রে গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গবেষণা হতে হবে মানসম্পন্ন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গবেষণাকে সবসময় উৎসাহিত করেন, বিশেষ করে কৃষি গবেষণাকে গুরুত্ব সহকারে দেখেন। বাংলাদেশে কৃষি গবেষণার যে সাফল্য, তা অন্যান্য গবেষণার তুলনায় আকাশছোঁয়া। গবেষণার মাধ্যমে ব্যয় কমাতে হবে এবং উৎপাদনের উৎকর্ষতা বাড়তে হবে। আমাদের আমদানির বিকল্প এবং রফতানি উৎসাহিত করে গবেষণায় এই ধরনের প্রযুক্তি ও পণ্য উৎপাদন করতে হবে। বহুমুখী প্রযুক্তি ও পণ্য উৎপাদনের মাধ্যমে রফতানি বাড়াতে হবে।’