‘ইসলামী আন্দোলনের সমাবেশের দিন ঢাকায় ভূমিকম্প হবে, প্রধানমন্ত্রীর মসনদ ভেঙে যাবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন আগামী ৩ নভেম্বর ঢাকায় যে মহাসমাবেশের ডাক দিয়েছে সেদিন ঢাকায় ভূমিকম্প হবে। তাতে শেখ হাসিনার মসনদ ভেঙে যাবে।’

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর মহানগর ও জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, বিদ্যুৎ, গ্যাসসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে ঢাকায় এ সমাবেশের আহ্বান করা হয়।

ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না, শোচনীয় পরাজয় হবে তাদের। সে কারণে তারা জোর করে আবারও ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়।’

ফয়জুল করিম দেশের অর্থনীতি নাজুক  উল্লেখ করে বলেন, ‘দেশের রিজার্ভের অবস্থা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তার পরও আমলাদের খুশি করতে বিশেষ করে যারা ভোট করার দায়িত্বে থাকবে তাদের জন্য ৩০০ কোটি টাকার নতুন গাড়ি কেনা হচ্ছে- কারণ তাদের দিয়ে ভোট ডাকাতি করানো হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় নির্বাচনকে। তারা চৌকিদারি করতে গেলেও প্রতিপক্ষ রাখতে চায় না। শেখ হাসিনা ২০১৮ সালে বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরা এসেছিলাম বিএনপিও এসেছিল। কিন্তু তারা আগের নির্বাচনে যেমন দিনের বেলা ভোট ডাকাতি করেছিল ২০১৮ সালে রাতে ভোট চুরি করে। সে কারণে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।’

জনসভায় ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।