টানা দ্বিতীয়বারের মতো কলেজটির কোনও শিক্ষার্থী পাস করেনি

সদ্য প্রকাশ করা এইচএসসির ফলাফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বেপারীটোলা আদর্শ কলেজের কোনও শিক্ষার্থীই পাস করেননি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কলেজটির এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনও শিক্ষার্থীই পাস করতে পারেননি।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে পাঁচ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সবাই অকৃতকার্য হয়েছেন। গত বছরেও কলেজটি থেকে ছয় শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হন।

বেপারীটোলা আদর্শ কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজ থেকে পাঁচ পরীক্ষার্থী অংশ নেয়। তারা সবাই এক বিষয়ের পরীক্ষার্থী ছিল। এবারও তারা অকৃতকার্য হয়েছে।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল বলেন, কলেজটি এমপিওভুক্ত হয়নি। সেখানে লেখাপড়ার মান ভালো না হওয়ায় শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে।