মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারীকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নোটিশে আগামী রবিবার (৩ ডিসেম্বর) দুই প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধার সহকারী জজ (ফুলছড়ি) ওবায়দুল হক রুমি।
ওবায়দুল হক রুমির স্বাক্ষরিত পৃথক নোটিশে বলা হয়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে একজন পদপ্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতা-কর্মীর একটি মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৮(খ), বিধি ১০(ক) এবং বিধি ১২ নং-এর বিধান লঙ্ঘন করেছেন।
এদিকে, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, হেঁটে ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাই। ওই সময় পরিষদ চত্বরে নেতাকর্মীসহ আশপাশ থেকে আসা লোকজন জড়ো হয়। কিন্তু কোনও মিছিল-শোডাউন হয়নি। এমনকি কোনও মোটরসাইকেল কিংবা যানবাহনও ছিল না। এখানে জনজীবনের কোনও বিপর্যয় হওয়ার মতো ঘটনাও ছিল না।
তবে এ বিষয়ে জানতে বক্তব্য পাওয়া যায়নি আওয়ামী লীগের প্রার্থী আফরুজা বারীর। কয়েকবার তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি।
সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটিতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন, আওয়ামী লীগের আফরুজা বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, কল্যাণ পার্টির মোছা. আইরিন আক্তার, জাকের পার্টির মোশাররফ হোসেন,বিএনএফের ওমর ফারুক সিজার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক, সংস্কৃতি মুক্তিজোটের খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ফখরুল হাসান, খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সরদার ও তৃণমূল বিএনপির তাজুল ইসলাম।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মোস্তফা মহসিন, আব্দুল্লাহ নাহিদ নিগার, মিজানুর রহমান ও জয়নাল আবেদীন।ৃ