আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরের মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ গাইবান্ধা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
মামুনুর রশিদ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওকজন সংসদ সদস্য প্রার্থী ঘোষণার পর আবুল কালাম আজাদ গত ১ ও ২ ডিসেম্বর শুমানিগঞ্জ ইউনিয়নে এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশসহ বর্ধিত সভার নামে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম করে মূলত নির্বাচনি প্রচারণা চালিযেছেন। একই সঙ্গে অব্যাহতভাবে গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে উক্ত সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন এবং ঘোষিত কর্মসূচি অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে বিষয়টি ইউটিউব চ্যানেল ‘Rk Times’ ও ‘Rasel’ এবং ‘Kabir’ নামে ফেসবুক আইডিতে প্রচারিত হয়েছে। অত্র অনুসন্ধান কমিটির অনুসন্ধানে উক্ত তথ্যের সত্যতা মিলেছে। এহেন কর্মকাণ্ডে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ ধারার বিধির বিধান লঙ্ঘন করেছেন।
নোটিশে নির্বাচন আচরণবিধি লংঘন করায় কেন এই প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে মতামত জানতে চেষ্টা করেও আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার মুঠফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।