‘প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীদের জন্য ভোট চাচ্ছেন, প্রশাসনের কাছে বড় ধরনের সিগন্যাল যাচ্ছে’

রংপুর-৩ (সদর-সিটি একাংশ) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জায়গায় জনসভা করে তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন যেন তাকে ভোট দেওয়া হয়। এতে প্রশাসনের কাছে বড় ধরনের সিগন্যাল যাচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা ভাবছেন প্রধানমন্ত্রী চাচ্ছেন, যাতে উনাকে পাস করিয়ে আনা হয়। দলীয় সরকারের অনুগত প্রশাসন প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সিগন্যাল হিসেবে নিয়েছে কিনা তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সঠিকভাবে ভোটের ফল ঘোষণা হবে কিনা আমাদের প্রার্থীদের মাঝে সেই শঙ্কাও কাজ করছে। এটার একটা সমাধান হওয়া উচিত।’

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় মহানগর জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনি পথসভায় বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

নির্বাচনের মাঠ এখনও সমতল হয়নি উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘রংপুরে কোনও সমস্যা না হলেও দেশের বিভিন্ন স্থানে আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। দলীয় কার্যালয়ে ঢুকে লালমনিরহাট সদর আসনের প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। নির্বাচনি ক্যাম্প ভেঙে ফেলা হচ্ছে। তারপরও আমি আশাবাদী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে এবং শেষ পর্যন্ত মাঠে থাকতে পারবো।’ 

জি এম কাদের বলেন, ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে ভাতার কার্ড দিয়েছিল সরকার। এখন তাদের ইউএনও অফিসে ডাকা হচ্ছে। সেখানে আওয়ামী লীগের লোকজন ভাতাভোগীদের বলছেন, নৌকায় ভোট না দিলে কার্ড বাতিল করা হবে। এসব কথা আমরা শুনছি। এটা লেভেল প্লেয়িং ফিন্ডের কথা নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিসাইডিং অফিসারদের ডেকে নিয়ে বলছেন, তাদের দলের প্রার্থীকে জয়ী করতে হবে। সরকারি কর্মকর্তারা ওসব বৈঠকে উপস্থিত থাকলেও বাধা দিচ্ছেন না। কিছু কিছু সরকারি কর্মকর্তা আবার নৌকার প্রার্থীদের সমর্থনও দিচ্ছেন। এভাবে হলে নির্বাচন সুষ্ঠু হবে না।’

আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করছি না জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছে, এই কথা কিন্তু পুরোপুরি ঠিক নয়। ২৬টি আসনে অনেক আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী আছেন। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনও ব্যবস্থা নেয়নি। ফলে সবগুলো আসনে আমরা জিতবো এই কথা ঠিক না। আবার এর বাইরে বেশ কিছু আসনে জয়লাভ করতে পারে আমাদের প্রার্থীরা।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির  ও জেলা জাপা নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।