শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর পুত্রবধূ ছমিরন বেগমের (৪৩) মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে প্যারালাইসিসসহ শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এর কিছু সময় শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পার্থ জ্বীময় সরকার তাকেও মৃত বলে ঘোষণা করেন।

ছমিরন বেগম দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলী ছেলে এবং ছমিরন বেগম তার পুত্র মো. ছানাউল মিয়ার স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৪ জানুয়ারি) নিজ গ্রামে বেলা ১১টায় দুজনের দাফন সম্পন্ন হবে।