ভুট্টাক্ষেতে যুবকের মস্তকবিহীন লাশ, পরিচয় জানালো সিআইডি

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, মস্তকবিহীন লাশটি উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের পাইকারটারি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মানিকুল ইসলামের (২৫)। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে ভুট্টাক্ষেতে মস্তকবিহীন লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে আশপাশের এলাকায় খোঁজ করেও মস্তক পায়নি। তবে লাশের গায়ে সোয়েটার, জ্যাকেট ও পরনে জিন্স প্যান্ট এবং পায়ে স্যান্ডেল দেখতে পায়। সন্ধ্যায় পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে যায়। তারা ফিঙ্গারপ্রিন্টসহ আলমত সংগ্রহ করে রাত ৯টার যুবকের নাম-পরিচয় পুলিশকে জানিয়ে দেয়।

পুলিশ জানায়, কয়েকদিন আগে পাইকারটারি গ্রামের আবুল কাশেমের ছেলে বাবুলের একটি রিকশাভ্যান হারিয়ে যায়। হারানো রিকশাভ্যান চুরির বিষয়ে মানিকুলকে সন্দেহ করা হয়েছিল। তিন দিন আগে থেকে মানিকুলের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকালে ভুট্টাক্ষেতে মস্তকবিহীন লাশ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়। 

জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তবে মস্তক এখনও পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ভ্যান চুরির বিষয় সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারবো।