শেয়াল-কুকুরের টানাটানিতে বেরিয়ে এলো যুবকের বিচ্ছিন্ন মাথা

লালমনিরহাটের হাতিবান্ধায় যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধারের কয়েকঘণ্টা পর শুষ্ক ডোবা থেকে মানিকুল ইসলাম নামে এক যুবকের বিচ্ছিন্ন মাথাটিও উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে একটি একটি ছুরি ও জ্যাকেট।

শনিবার (২০ জানুয়ারি) সকালে হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার একটি শুষ্ক ডোবায় পুঁতে রাখা অবস্থায় বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। এই ডোবার পাশের ভুট্টাক্ষেত থেকেই শুক্রবার বিকালে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়েছিল।

শুক্রবার মরদেহ উদ্ধারের পর এলাকাটি পাহারা দিচ্ছিলেন আক্তার হোসেন, মাজেদ ও হাসান আলী নামে তিন গ্রাম পুলিশ সদস্য। তারা জানান, যে স্থান থেকে মাথাহীন মরদেহটি পাওয়া গিয়েছিল, তার পাঁচ-ছয় মিটার দূরে শুষ্ক ডোবায় একটি শেয়াল ও একটি কুকুর লড়াই করছিল। তাদের টানাটানির এক পর্যায়ে পুঁতে রাখা মাথার চুল বেরিয়ে আসে। এলাকাবাসী তা দেখতে পেয়ে তাদের জানায়। পরে তাদের দেওয়া খবরে পুলিশ এসে বিচ্ছিন্ন মাথা, ছুরি ও জ্যাকেট উদ্ধার করে নিয়ে যায়।‘

মরদেহ উদ্ধার হওয়ার পরপরই থানা পুলিশের পাশাপাশি কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। মাথাবিহীন মরদেহের হাতের ফিঙ্গারপ্রিন্টসহ আলমত সংগ্রহের পরে সিআইডি জানায়, মরদেহটি সিঙ্গীমারী ইউনিয়নের পাইকারটারি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মানিকুল ইসলামের।

পুলিশ জানায়, কয়েকদিন আগে স্থানীয় আবুল কাশেমের ছেলে বাবুলের একটি রিকশাভ্যান হারিয়েছিল। সেই রিকশাভ্যানটি চুরির বিষয়ে প্রাথমিকভাবে নিহত মানিকুল ইসলামকে সন্দেহ করা হচ্ছিল। এরপর থেকেই মানিকুলের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভুট্টাক্ষেতে মাথাবিহীন লাশ দেখতে পায় এলাকাবাসী।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষ হলেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। সিআইডি আলাদা করে কোনও তদন্ত করছে না। তারা থানা পুলিশকে সহায়তা করছে। এখন পর্যন্ত বেশ কিছু বিষয় পুলিশের সামনে এসেছে। সেগুলোতে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা হচ্ছে না।

আরও পড়ুন:

ভুট্টাক্ষেতে যুবকের মস্তকবিহীন লাশ, পরিচয় জানালো সিআইডি