তাপমাত্রা কমেছে লালমনিরহাটে, ১০ ডিগ্রি রেকর্ড

লালমনিরহাটে দিনে রোদ থাকলেও রাতে আবারও তাপমাত্রা কমেছে। শনিবার (২০ জানুয়ারি) জেলায় সারা দিন সূর্য থাকলেও মধ্যরাত থেকে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাদিত হতে থাকে।

রংপুর বিভাগীয় আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার (২১ জানুয়ারি) সকাল ৬টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জেলা রংপুরে ১১ দশমিক ৪, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক শূন্য, কুড়িগ্রামে ৯ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক শূন্য, গাইবান্ধায় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কৃষকরা তাদের আলু, তামাক, ধানের বীজতলা নিয়ে চিন্তিত থাকলেও কৃষি বিভাগ তাদের পরামর্শ দিচ্ছে বলে জানা গেছে।

জেলা কৃষি দফতরের উপপরিচালক হামিদুর রহমান বলেন, ‘কুয়াশার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি হলে আলু এবং ধানের বীজতলার ক্ষতি হবে। ইতোমধ্যে কৃষকরা আলুতে স্প্রে করেছেন। ধানের বীজতলায় সেচ দিতে বলা হচ্ছে। একটু রোদ হলেই ধানের বীজতলা পুনরায় ঠিক হয়ে যাবে। অন্যান্য রবি শস্যের তেমন কোনও ক্ষতি হবে না।’