লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ছাত্রদলের সভাপতিসহ ৩ জন কারাগারে

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন (৪০) হত্যা মামলায় তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম অতিরিক্ত দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানির পরে অতিরিক্ত দায়রা জজ মো. নজরুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এজাহারভুক্ত তিন আসামি জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

গত বছরের ২৯ অক্টোবর লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীরসহ আরও ৯ জন আহত হন। ওই দিন বিকাল ৩টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি একই উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়াভাঙা এলাকার আজিজার রহমানের ছেলে।