ধানের চারা রোপণ নিয়ে সংঘর্ষ, সাবেক মেম্বারের হামলায় বৃদ্ধ নিহতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করা নিয়ে সংঘর্ষে নুর হোসেন (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মালতিবাড়ি দিগর (বাড়াই পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুর হোসেন বাড়াইপাড়া গ্রামের জোনাব উদ্দিনের ছেলে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল হকের নেতৃত্বে ১৫-২০ জন মিলে নুর হোসেন ও তার পরিবারের লোকজনের ওপর হামলা করে বলে অভিযোগ উঠেছে। হামলায় নুর হোসেনের স্ত্রী, ভাই ও ভাইয়ের স্ত্রীসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। নুর হোসেন নিহতের খবরে অভিযুক্ত সাবেক মেম্বার ও তার লোকজন গা ঢাকা দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

নিহতের ভাতিজা জিয়াউর রহমান বলেন, ‘বাড়ির সামনের একটি কৃষিজমি নিয়ে সাবেক মেম্বার শামসুল ও তার পরিবারের সঙ্গে আমার চাচার বিরোধ চলছিল। এ নিয়ে চাচা আদালতে মামলা করেছেন। আদালত থেকে উভয় পক্ষকে আপাতত ওই জমিতে চাষাবাদ করতে বারণ করেছে। এরপরও শামসুল মেম্বার তার লোকজন নিয়ে জমিতে পানি দিয়ে ধানের চারা রোপণ করেন। চাচা এ নিয়ে আপত্তি জানালে শনিবার সকালে শামসুল মেম্বার তার সহযোগী নুরুজ্জামান, আনোয়ার, জব্বার, জাফর ও রানুসহ ১৫-২০ জন লাঠিসোঁটা নিয়ে চাচার বাড়িতে নারী ও পুরুষের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় আঘাত লেগে চাচা গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিক্যালে নিলে দুপুরে তিনি মারা যান।’

এদিকে, নুর হোসেন নিহতের খবরে অভিযুক্তদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে উত্তেজিত এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করে ওসি গোলাম মর্তুজা বলেন, ‘হামলার ঘটনায় সাবেক মেম্বার শামসুলের নাম পাওয়া গেছে। তারা পলাতক। আমরা দুই জনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’