চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে গিয়ে মিললো গরু

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নেমে জিজ্ঞাসাবাদে চোরের কাছে মিললো তিনটি চোরাই গরুর সন্ধান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চুরির সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি গরু।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।

স্থানীয় নারী ইউপি সদস্য নার্গিস বেগম জানান, বাঁশের তৈরি টঙে বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েক বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফেরা করতে দেখা যায় ছিঁচকে চোর মাইদুলকে। তাদের ধারণা সে-ই এ কাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়ার পর তার কাছে নিয়ে যায়।

গ্রেফতার দুই আসামি

তিনি আরও জানান, মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে সে চুরি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোনও টাকা নেই। এক জায়গা থেকে মোটা অঙ্কের টাকা পাবে তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দেবে। এলাকার লোকজনের সন্দেহ হয় এক ছিঁচকে চোর আবার মোটা অঙ্কের টাকা কোথায় পাবে? তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে সময় সে গরু চুরির কথা স্বীকার করে। পরে পুলিশে খবর দিলে জড়িত দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গরু চুরির সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চুরি করা দুটি দেশি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।