বাংলা ট্রিবিউ‌নে সংবাদ প্রকাশ

সেই প্রধান শিক্ষ‌কের বিরু‌দ্ধে তদ‌ন্তের নি‌র্দেশ মাউ‌শির

কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার দুর্গাপুর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষ‌ক উৎপল কা‌ন্তি সরকা‌রের বিরু‌দ্ধে ওঠা অভিযোগ তদ‌ন্তের নি‌র্দেশ দি‌য়ে‌ছে মাধ‌্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়া‌রি) মাউশির শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষ‌রিত প‌ত্রে এ আদেশ দেওয়া হ‌য়ে‌ছে। কু‌ড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা (‌ডিইও) শামসুল আলম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে, প্রধান শিক্ষক উৎপল কা‌ন্তি সরকা‌রের বিরু‌দ্ধে বিদ‌্যালয় মা‌ঠে পশুর হাট বসা‌নো, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়‌দের অভিযোগে কর্ণপাত না করা এবং বিদ‌্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের কা‌ছে প্রবেশপত্র বাবদ ৫০০ টাকা ক‌রে দা‌বি ও আদায় নি‌য়ে অভিযোগ ওঠে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে পৃথক দু‌টি প্রতি‌বেদন প্রকা‌শিত হয়। বিষয়‌টি নজ‌রে আস‌লে তদ‌ন্তের সিদ্ধান্ত নেয় মাউশি।

মঙ্গলবার জা‌রি করা প‌ত্রে মাউশি বাংলা ট্রিবিউন ও আরেকটি গণমাধ‌্যমে প্রকা‌শিত প্রতি‌বেদ‌নের বরাত দি‌য়ে অভিযোগের তদন্ত করার জন‌্য কু‌ড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার‌কে নি‌র্দেশ দেয়। আগামী ৫ দি‌নের ম‌ধ্যে অভিযোগের স‌রেজমিন তদন্ত ক‌রে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য বলা হ‌য়ে‌ছে।

কু‌ড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম ব‌লেন, ‘প্রধান শিক্ষ‌কের বিরু‌দ্ধে ওঠা অভিযোগ তদ‌ন্তের নি‌র্দেশ পে‌য়ে‌ছি। খুব শিগ‌গির তদন্ত ক‌রে প্রতি‌বেদন পাঠা‌বো।’