রংপুরে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ট্রাক জব্দ

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থান থেকে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী ট্রাকও জব্দ করা হয়েছে। রংপুর র‌্যাব-১৩-এর মিডিয়া বিভাগের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন দুলাল উদ্দিন পিতা আলাউদ্দিন, মো. জামিনুল ইসলাম পিতা মৃত ফয়েজ উদ্দিন। দুজনেরই বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার কুলাঘাট গ্রামে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন গ্রেফতারকৃতরা। আসামিদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় র‌্যাব নিজেরাই বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।