ভারতে মারা যাওয়া বিএনপি নেতার লাশ আসবে মঙ্গলবার, দাফন বুধবার

ভারতের হাসপাতালে মারা যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান লাশ দেশে আসবে মঙ্গলবার (৪ মার্চ) বিকালে। পরদিন বুধবার তার জানাজা ও দাফন হবে।

বিএনপির জেলা দফতর সম্পাদক মামুন উর রশিদ জানান, প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে রবিবার বাড়ি ফেরার প্রস্তুতির সময় হঠাৎ মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এক মাস আগে অপারেশনের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়েছিল ওই হাসপাতালে। 

প্রবীণ এই রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। মহাসচিব যখন জেলা কমিটির সভাপতি তৈমুর রহমান সে কমিটিরই সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তৈমুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। 

তার মৃত্যুতে পৃথক শোকবার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।