এই উপমহাদেশে একটা দেশের নাম বলুন, যেখানে দুর্নীতি নেই: শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘যেভাবে আমাদের সমাজ রাজনীতি মৌলবাদী ও সাম্প্রদায়িককরণ হচ্ছে এ জায়গায় প্রতিহত করতে না পারলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তানের মতো সন্ত্রাসী আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমাদের উদ্বেগ সেই জায়গায়।’

বুধবার (৬ মার্চ) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি হলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে দুই দিনব্যাপী সম্প্রীতির বাংলাদেশের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, ‘আমরা স্বাস্থ্য শিক্ষাসহ যেসব বিষয়ে কথা বলি না কেন আমাদের ৭২ সালের সংবিধানের মূল চেতনায় ফিরে যেতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি নিয়ে আওয়ামী লীগকে তুলোধুনো করতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এর চেয়ে বড় বিপদ আমাদের সামনে আছে। দুর্নীতির বাইরে এই উপমহাদেশে একটা দেশের নাম বলুন, যেখানে দুর্নীতি নেই। ভারত পাকিস্তান কি দুর্নীতির বাইরে?’

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।’ 
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভাষা সৈনিক প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা বিপ্লব প্রসাদ, ডা. মাফিজুল ইসলাম মান্টু প্রমুখ।