নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার

নীলফামারীতে ‘গোপন বৈঠক’ করার সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ (৫৪), সৈয়দপুর উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক খয়রাত হোসেন বসুনিয়া (৫৪) ও একই উপজেলার সেক্রেটারি মাজহারুল ইসলাম (৫১)।

সূত্র জানিয়েছে, আসন্ন দ্বিতীয় ধাপে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আমির হাফেজ আব্দুল মুনতাকিম সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে তার বাড়িতে নির্বাচন সংক্রান্ত এক জরুরি বৈঠকের আয়োজন করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত বৈঠকের সময় তাদেরকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল মুনতাকিমসহ কয়েকজন জামায়াত নেতা পালিয়ে যান।

নীলফামারী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সদর থানার একটি মামলার আসামি তারা। সৈয়দ পুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের শুক্রবার সন্ধ্যায় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আয়শা সিদ্দিকা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০২২ সালের ২৩ ডিসেম্বর নীলফামারী সদর থানায় হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।