খোকশাবাড়ীকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন ঘোষণা

খোকশাবাড়ীকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণানীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে ইউনিয়নটির শাইলবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে এ ঘোষণা দেন জেলা প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।
গণসমাবেশে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ঈমাম কাজী, পুরোহিতসহ সকল শ্রেণির পেশাজীবী অংশ নেন।
গণসমাবেশে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত সমাজ গড়তে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক, নিকা রেজিস্ট্রার মিজানুর রহমান, পুরোহিত সম্ভু মুখার্জী, খোকশাবাড়ী শিশু কিশোর ফোরামের সভাপতি মিতু আকতার প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক বলেন, বাল্যবিয়ে, যৌতুক ও মাদক দ্রব্য সমাজকে কলুসিত করছে। বাধাগ্রস্ত হচ্ছে জাতীয় উন্নয়ন, ফলে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আর তাই জাতীয় উন্নয়নকে সামনে রেখে বাল্যবিয়ে যৌতুক, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নীলফামারী উপজেলা প্রশাসন। যার অংশ হিসেবে নীলফামারীর ১৬টি ইউনিয়নকে ধারাবাহিকভাবে বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত ঘোষণা করা হবে। 
/এসএনএইচ/টিএন/