ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বজ্রাঘাতে রানীশংকৈলে মা-মেয়ে এবং হরিপুরে এক যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন স্বজন ও আমগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবিবর রহমান।

মৃতরা হলেন রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উষধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা ও তার মেয়ে সাথী আক্তার এবং হরিপুরের আমগাঁও ইউনিয়নের যাদুরাণী পশ্চিম কলেজপাড়া এলাকার নওসাদ আলীর ছেলে আলিম।

মেরিনার স্বামী সৈয়দ আলী বলেন, ‘রবিবার দুপুরে আমার স্ত্রী মেরিনা বেগম ও মেয়ে সাথী আক্তার বাড়ির পাশে ধানক্ষেতে নিড়ানি দিচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

অপরদিকে, হরিপুরের যুবক আলিমের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় বলে জানা গেছে। হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, ‘দুপুরে মাঠে কাজ করছিলেন আলিম। সে সময় সেখানে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’